IT Nogor

দুঃখ যদি বিক্রি হতো লিরিক্স।দুঃখ যদি বিক্রি হতো ওজন মাপা দরে লিরিক্স।Dukkho Jodi Bikri Hoito Lyrics

দুঃখ যদি বিক্রি হতো ওজন মাপা দরে লিরিক্স

প্রিয় পাঠক, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি জনপ্রিয় ফোক গান “দুঃখ যদি বিক্রি হইতো” এর লিরিক্স। এই গানটি গেয়েছেন বাউল শিল্পী শফি মন্ডল, যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। গানটির কথা লিখেছেন প্রসেনজিত মন্ডল, সুর দিয়েছেন ফারদিন খান এবং সঙ্গীত পরিচালনা করেছেন লিটন।

এটি একটি গভীর অনুভূতিময় গান, যেখানে মানুষের জীবনের দুঃখ-দুর্দশা এবং কষ্টের অনুভূতি অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির প্রতিটি শব্দের মধ্যে ব্যথা ও তৃষ্ণার কথা অনুভব করা যায়।

দুঃখ দিয়ে সুখ যদি পাও লিরিক্স এর বিস্তারিত

গানঃ দুঃখ যদি বিক্রি হইতো
ভোকালঃ সফি মন্ডল
টিউনঃ ফারদিন খান
কথাঃ প্রসেনজিত মন্ডল
পরিচালকঃ লিটন
লেবেলঃ সাদিয়া ভিসিডি সেন্টার

দুঃখ যদি বিক্রি হতো লিরিক্স।দুঃখ যদি বিক্রি হতো ওজন মাপা দরে লিরিক্স।Dukkho Jodi Bikri Hoito Lyrics
দুঃখ যদি বিক্রি হতো লিরিক্স।দুঃখ যদি বিক্রি হতো ওজন মাপা দরে লিরিক্স।Dukkho Jodi Bikri Hoito Lyrics

দুঃখ যদি বিক্রি হতো লিরিক্স

দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপা দরে,
একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে।
এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরা বুক,
এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরা বুক,
জনম গেলো দুঃখে দুঃখে পাইলাম নারে সুখ,
আমার জনম গেলো দুঃখে দুঃখে
পাইলাম না রে সুখ।
এতো দুঃখ বুকে নিয়া
বেঁচে থাকা দায়,
দুঃখের কাছে সারা জীবন রইলাম অসহায়।
দুঃখের স্রোতে গেলাম ভাসি জুটলো নারে সুখের হাসি,
আমার এখন সারা জনম অশ্রু সজল চোখ,
জনম গেলো দুঃখে দুঃখে পাইলাম নারে সুখ, আমি,
জনম গেলো দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ।
জানিনা কি কপাল নিয়ে জন্ম তাহাদের,
সারা জীবন সুখের সাথে বসত যাহাদের।
হয়না তারা দুঃখের ভাগী সুখ হয় তাদের অনুরাগী,
আমি দুঃখের রাত্রি জাগি বন্ধ করে মুখ,
জনম গেলো দুঃখে দুঃখে পাইলাম নারে সুখ, আমি,
জনম গেলো দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ।

Dukkho Jodi Bikri Hoito Lyrics:

Dukkho jodi bikri hoito
Ojon mapa dore
Ekta jibon chole jeto
Dukkho bikri kore
Dukkho jodi bicri hoito
Ojon mapa dore
Ek prithibi dukkho amar
Dukkhe bhora buk
Jonom gelo dukhe dukhe
Pailam na re sukh
Eto dukkho buke niya
Benche thaka daay
Dukkher kache sarajibon
Roilam oshohay
Dukkher srotey gelam bhasi
Jutlo na re sukher haasi
Amar ekhon sara jonom
Ashru sajal chokh
Janam gelo dukhe dukhe
Pailam nare sukh ami
Janina ki kopal niye Jonmo tahader
Sarajibon sukher sathe Bosot jahader
Hoyna tara dukher bhagi
Sukh hoy tader anuragi
Ami dukher raatri jagi
bondho kore mukh
Jonom gelo dukhe dukhe
Pailamna re sukh

 

“দুঃখ দিয়ে সুখ যদি পাও” একটি জনপ্রিয় ফোক গান, যেখানে দুঃখ এবং সুখের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। গানের মাধ্যমে জীবনের কঠিন সময়গুলোকে আলিঙ্গন করার এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সুখের সন্ধান করার গভীর বার্তা দেওয়া হয়েছে। এর মূল প্রতিপাদ্য হলো, দুঃখকে সঠিকভাবে গ্রহণ করলে সেখান থেকেই সুখের সন্ধান পাওয়া সম্ভব।

যদিও নির্দিষ্টভাবে এই গানের পূর্ণাঙ্গ লিরিক্স এখানে নেই, তবে সাধারণত এমন গানগুলোর লিরিক্সে দুঃখ-কষ্ট, প্রেম-বিরহ, জীবনের নানা সংঘাত এবং এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার অনুভূতি নিয়ে কথা বলা হয়।

আপনি যদি এই গানের লিরিক্স সম্পর্কে আরও বিস্তারিত চান, তাহলে এর প্রকাশক বা অনলাইন উৎস থেকে পুরো লিরিক্স খুঁজে পেতে পারেন।

 

More From My Blog