তাহারেই পড়ে মনে কবিতার mcq

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।আইটি নগর ওয়েবসাইটে আপনাদের স্বাগতম।আমরা অনেকেই আছি যারা তাহারেই পরে মনে কবিতাটি ভালোভাবে পড়েন নি অথবা কবিতাটির মনে রাখতে পারেন না।কবিতাটি মনে রাখতে না পারার কারণে কবিতার MCQ প্রশ্ন মনে রাখতে পারেন না।আপনাদের কথা চিন্তা করেই আজকের পোস্টটি করা হয়েছে ।
আজকের পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করবঃতাহারেই পরে মনে কবিতার mcq। তাহারেই পড়ে মনে কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর। তাহারে পড়ে মনে কবিতার সকল উত্তর সহ সকল কিছু।চলুন শুরু করা যাক

তাহারেই পড়ে মনে কবিতার mcq
                                         তাহারেই পড়ে মনে কবিতার mcq পড়ুন

তাহারেই পড়ে মনে কবিতার mcq

বাংলাদেশের শ্রেষ্ট মহিলা কবির নাম কী?
ক. সেলিনা হোসেন
খ. সুফিয়া কামাল
গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
ঘ. নীলিমা ইব্রাহিম

উত্তরঃ সুফিয়া কামাল

সুফিয়া কামালের যখন জন্মের সময় মুসলমান নারীরা কীভাবে দিন কাটাত?
ক. স্বাধীনভাবে
খ. হেসেখেলে
গ. গৃহবন্দি অবস্থায়
ঘ. আলসেমি করে

উত্তরঃ গৃহবন্দি অবস্থায়

‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি লেখা কে?
ক. সুফিয়া কামালের
খ. স্বর্ণকুমারী দেবীর
গ. কামিনী রায়ের
ঘ. বেগম রোকেয়ার

উত্তরঃ সুফিয়া কামালের

‘মায়া কাজল’ কি?
ক. নাটক
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. ছোটগল্প

উত্তরঃকাব্য

সুফিয়া কামাল কোন পদকে ভূষিত হয়েছেন?
ক. মহিয়সী
খ. পদ্মভূষণে
গ. জননী সম্ভাষণে
ঘ. আলো হাতে নারী

উত্তরঃজননী সম্ভাষণে

‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থটি রচনা কে ?
ক. জাহানারা ইমামের
খ. সুফিয়া কামালের
গ. বেগম রোকেয়ার
ঘ. কামিনী রায়ের

উত্তরঃসুফিয়া কামালের

‘ইতল বিতল’ কী জাতীয় রচনা?
ক. স্মৃতিকথা
খ. শিশুতোষ
গ. ভ্রমণকাহিনি
ঘ. কল্পকাহিনি

উত্তরঃশিশুতোষ

কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৪ খ্রিষ্টাব্দে
খ. ১৯১২ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ.১৯১১ খ্রিষ্টাব্দে

উত্তরঃ১৯১৩ খ্রিষ্টাব্দে

কবি সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লায়
খ. নোয়াখালি
গ. বরিশাল
ঘ. পাবনায়

উত্তরঃবরিশাল

কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?
ক.১৯৯৪ খ্রিষ্টাব্দে
খ. ১৯৯৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯৯০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯৯ খ্রিষ্টাব্দে

উত্তরঃ ১৯৯৯ খ্রিষ্টাব্দে

কবি সুফিয়া কামাল কোন জেলায় মৃত্যুবরণ করেন?
ক. বরিশালে
খ. পাবনায়
গ. ঢাকায়
ঘ. কুমিল্লায়

উত্তরঃঢাকায়

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত করতে বলেছেন?
ক. মাঘের সনড়ব্যাসী
খ. কবি ভক্ত
গ. ঋতুর রাজন
ঘ. কবির স্বামী

উত্তরঃকবি ভক্ত

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুলের কথা জানতে চেয়েছেন?
ক. কদম্ব ফুল
খ. শাপলা ফুল
গ. বাতাবি লেবুর ফুল
ঘ. বেলী ফুল

উত্তরঃবাতাবি লেবুর ফুল

“এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?
ক. কবির
খ. কবির ছেলের
গ. কবির স্বামীর
ঘ. কবিভক্তের

উত্তরঃকবিভক্তের

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কেমন গান বাজার কথা জানতে চেয়েছেন?
ক. জারি গান
খ. আগমনী গান
গ. দলীয় গান
ঘ.উদ্বোধনী গান

উত্তরঃআগমনী গান

‘বেজেছে কি আগমনী গান?’ উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে?
ক. কবির কৌতুহল
খ. কবির অধ্যাবসায়
গ. কবির উদাসীনতা
ঘ. কবির চিত্ত চাঞ্চল্য

উত্তরঃকবির উদাসীনতা

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের গন্ধ নেই বলা হয়েছে?
ক. মালতির
খ. চাঁপার
গ. রজনীগন্ধার
ঘ. মাধবীর

উত্তরঃ মাধবীর

কবিতা ভক্ত কবিকে কী বলা হয় ?
ক.শ্রদ্ধেয় কবি
খ. হে কবি
গ. হে মহিলা কবি
ঘ. হে বিরহিনী

উত্তরঃহে কবি

কোথায় বসন্তের আবির্ভাব হয়েছিল ?
ক. পৃথিবীতে
খ. কবিমনে
গ. ফুলের রাজ্যে
ঘ. কবিভক্তের মনে

উত্তরঃপৃথিবীতে

অলখ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. অলক্ষ
খ. আলতা
গ. নখ
ঘ. অচেনা

উত্তরঃ অলক্ষ

কবিতা ভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছিল?
ক. প্রবন্ধ রচনা করে
খ. বন্দনা গীতি রচনা করে
গ. শোক-কবিতা রচনা করে
ঘ. উপন্যাস রচনা করে

উত্তরঃ বন্দনা গীতি রচনা করে

“এখনো দেখনি তুমি?” এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহার করা হয়েছে ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ.নাবাচক ক্রিয়া বিশেষণ

উত্তরঃ নাবাচক ক্রিয়া বিশেষণ

কবি কোন বিষয় লক্ষ করেননি?
ক. প্রিয়জনের আগমন
খ. বসন্তের আগমন
গ. শরতের আগমন
ঘ. বর্ষার আগমন

উত্তরঃ বসন্তের আগমন

কবি সুফিয়া কামাল উষ্মনা হয়েছিল কেন?
ক. শীতের জন্য
খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য
ঘ. বসন্তের জন্য

উত্তরঃ স্বামীকে হারিয়ে

কবিভক্তরা কবিকে কেন প্রশ্ন করেছেন?
ক. কবি অভিমানিনী বলে
খ. কবি অসুস্থা বলে
গ. কবি ভাবুক বলে
ঘ. কবি উন্মনা বলে

উত্তরঃ কবি উন্মনা বলে

‘রচিয়া’ বলতে কী বুঝানো হয়?
ক. সংরক্ষণ করে
খ. বরণ করে
গ. চয়ন করে
ঘ. রচনা করে

উত্তরঃ রচনা করে

বসন্তের সময় কবি বিমুখ কেন?
ক. কবিমন শোকে মুহ্যমান বলে
খ. বসন্তে ফুল ফোটেনি বলে
গ. শীত চলে যাওয়ার জন্য
ঘ. বসন্ত ভালো লাগে না বলে

উত্তরঃ কবিমন শোকে মুহ্যমান বলে

‘পুষ্পারতি’ শব্দটির অর্থ কী?
ক. বীজ
খ. ফুলের বন্দনা
গ. ফল
ঘ. পুষ্পের উদ্যান

উত্তরঃফুলের বন্দনা

কবি কাকে ‘ঋতুর রাজন’ বলতে বুঝিয়েছেন?
ক. বৈশাখকে
খ. শীতকে
গ. চৈত্রকে
ঘ. বসন্তকে

উত্তরঃ বসন্তকে

‘কুহেলি উত্তরী’ শব্দটি অর্থ কী বহন করে?
ক.মাঘের কুয়াশা
খ. উত্তরের কুয়াশা
গ. কুয়াশার চাদর
ঘ. মাঘের চাদর

উত্তরঃ কুয়াশার চাদর

কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলে আখ্যায়িত করেছেন?
ক. শীতের সনড়ব্যাসীকে
খ. সৈয়দ নেহাল হোসেনকে
গ. কবিভক্তকে
ঘ. কামালউদ্দীনকে

উত্তরঃ সৈয়দ নেহাল হোসেনকে

বন্ধুরা আশা করি আপনাদের ভালো কিছু নির্বাচনী প্রশ্ন ও উত্তর এমসিকিউ দিতে পেরেছি। আপনারা এই প্রশ্নগুলোর পাশাপাশি পাঠ্য বইয়ের পুরো গল্পটি পড়বেন এবং গল্পটির সারমর্ম মনে রাখবেন।এছাড়াও আপনারা বিভিন্ন কোম্পানির গাইড মডেল টেস্ট সাপ্লিমেন্ট সহ সকল বই এর প্রশ্ন উত্তর গুলো পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন।

শেষ কথা

আজকে আর্টিকেলটি এখানেই শেষ করছি।এমন শিক্ষনীয় আর্টিকেল পেতে আমাদের সঙ্গে থাকুন । আপনারা যদি ব্লগিং করে ইনকাম করতে চান। সেক্ষেত্রে একটি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারেন। আপনারা যদি প্রফেশনাল ভাবে ওয়েবসাইট বানিয়ে নিতে চান।সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *