সম্প্রতি স্যামসাং মোবাইল ব্যান্ড বাংলাদেশের মার্কেটে নতুন মোবাইল লঞ্চ করেছে।মোবাইলটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি এফ ০৫। গত ১৭ই সেপ্টেম্বর সম্প্রতি স্যামসাং মোবাইল ব্যান্ড বাংলাদেশের মার্কেটে রিলিজ করেছে।চলুন জেনে নেওয়া যাক মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন ।
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ এর দাম (Samsung Galaxy F05 mobile Price in Bangladesh)
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলের অফিশিয়াল দাম হলো ১৫০০০ টাকা মাত্র। তবে বাংলাদেশের মার্কেটে এখনো এই মোবাইলটি বিক্রি শুরু হয় নি। তবে আশা করা যাচ্ছে আগামী অক্টোবর মাসে বাংলাদেশের মার্কেটে এই মোবাইলটি পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলের সম্পূর্ণ স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলটিতে চার জিবি রেম ও ৬৪ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।এছাড়া ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ৭২০ x ১৬০০ Pixel এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।এই মোবাইলটি পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। মোবাইলটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও জি ৮৫(১২এনএম) এর চিপসেট। এই চিপসেটটি দেওয়ার ফলে মোবাইলটি আরো শক্তিশালী হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার ফলে দীর্ঘক্ষণ চার্জ থাকবে এবং দ্রুত চার্জ করার জন্য ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। যার ফলে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে মোবাইলটিতে ফুল চার্জ হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ এর ক্যামেরা সম্পর্কে।
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলের মেইন ক্যামেরা হিসাবে রয়েছে ৫০ মেগাপিক্সেল+০২ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা।এই ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল এ ৩০ ও ৬০ এফ পি এস এ ভিডিও করা যাবে। আর সেলফি ক্যামেরা হসাবে দেওয়া হয়েছে ০৮মেগাপিক্সেল এর ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অনায়াসে সুন্দর রেজুলেশন এ ভিডিও করা যাবে।
নিচে দেওয়া পোস্ট গুলা পড়তে পারেনঃ
- টেকনো স্পার্ক ৩০ প্রো এর দাম সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের রাজা
- ৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪
- ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
- Itel S24 স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা
- ১৬০০০ টাকার ওয়ান প্লাস । বেস্ট বাজেট মোবাইল
- 12000 টাকার মধ্যে ভালো ফোন ২০২৪
- শাওমি রেডমি নোট ১৪ প্রো কেমন হবে বিস্তারিত জেনে নিন
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ এই মোবাইটির ওজন স্যামসাং মোবাইল ব্র্যান্ড শেয়ার করেনি। স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলটি ৪জি সাপোর্ট করে। মোবাইলে ডুয়েল সিম, ন্যানো সিম সাপোর্ট করে। মোবাইলে ৪ জিবি রেম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
এছাড়াও এই মোবাইলে ব্লুটুথ,ওয়াইফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি সহ অন্যান্য ফিচার রয়েছে।তবে এই মোবাইলটিতে সিকিউরিটির জন্য কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি এই মোবাইলটি সাউথ কোরিয়াতে তৈরি করা হয়েছে।
কেন স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইল কিনবেন?
আপনাদের মাঝে যারা কিছুদিনের মধ্যে মোবাইল কিনতে চাচ্ছেন তারা কিছুদিন অপেক্ষা করে স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইল টি কিনতে পারেন। এই মোবাইলে মিডিয়াটেক হিলিও জি ৮৫(১২এনএম) এর চিপসেট দেওয়া হয়েছে।যার ফলে মোবাইলটি দিয়ে অনেক ভারি গেমের পাশাপাশি সকল প্রকার অফিশিয়ালি কাজ করা যাবে। মোবাইলে এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে।যার ফলে অনেক ক্লিয়ার ভাবে ভিডিও দেখা যাবে। তবে মোবাইলে সিকিউরিটির জন্য কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করলে মোবাইলটি আরো পাওয়ার ফুল হত।
স্যামসাং গ্যালাক্সি এফ ০৫
আপনারা চাইলে স্যামসাং গ্যালাক্সি এফ ০৫ মোবাইলটি কিনতে পারেন। তবে বন্ধুরা মোবাইল কেনার সময় মোবাইলের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আজকের আর্টিকেলে শুধু মোবাইলের মেইন ফিচার গুলা তুলে ধরা হয়েছে। মোবাইলের বিস্তারিত ফিচার জানতে আপনারা গুগল এ সার্চ করতে পারেন।
আপনারা নির্দ্বিধায় মোবাইলটি নিতে পারেন। কারণ মোবাইলটিতে ভালো মানের প্রসেসর, ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।এমন শিক্ষনীয় আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন।আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।