৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪ । ৫০০ টাকার মোবাইল বাংলাদেশ

৫০০ টাকার মোবাইল বাংলাদেশ –

আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেকেই আছেন যাদের স্মার্ট মোবাইল রয়েছে। কিন্তু আপনারা সকল জায়গায় এই স্মার্ট মোবাইল বহন করতে পারেন না।স্মার্ট মোবাইল নানা কারণবশত সকল জায়গাতে বহন করা যায় না।তাই যদি আপনারা অল্প টাকায় বাটন মোবাইল কিনতে চান তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৫০০ টাকার বাটন মোবাইল সম্পর্কে। বর্তমান সময়ে কম টাকায় ভালো মোবাইল পাওয়া সম্ভব না। সেখানে ৫০০ টাকায় বাটন মোবাইল নিয়ে আলোচনা করব। আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪
                                                              ৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪

৫০০ টাকার মোবাইল বাংলাদেশ

বর্তমান সময়ে বাংলাদেশের সকল মোবাইলের দাম বেড়ে গেছে। অন্যান্য মোবাইলের পাশাপাশি বাটন মোবাইলের দামও বেশি বেড়ে গেছে।এক সময় বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে বাটন মোবাইল মার্কেটে এনেছে কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে ৫০০ টাকা তে বাটন মোবাইল পাওয়া যাচ্ছে না।

বর্তমান সময়ে একটি বাটন মোবাইল নিতে গেলে সর্বনিম্ন ৮০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে ভালো ভালো বাটন মোবাইল পাওয়া যাচ্ছে। যদি আপনারা ৫০০ টাকার মধ্যে বাটন মোবাইল নিতে চান। সেক্ষেত্রে নতুন বাটন মোবাইল খুজে পাবেন না। তবে আপনারা যদি কিছুদিন ব্যবহার করা বাটন মোবাইল নিতে চান সে ক্ষেত্রে ৩০০ টাকা ৫০০ টাকার মধ্যে অনেক বাটন মোবাইল পাওয়া যায়।

৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪

৫০০ টাকাতে বাটন মোবাইল পাওয়ার সম্ভব না হলেও। মাত্র ৮০০ টাকার মধ্যে কিছু বাটন মোবাইল পাওয়া সম্ভব। এই সকল মোবাইল গুলো অনেক ভালো চলে। আপনারা চাইলে এই সকল মোবাইলগুলো নিতে পারেন।চলুন দেখে আসা যাক

Symphony B26 মোবাইল দাম বাংলাদেশ – symphony B26 মোবাইল এর দাম হল ৭৯০ টাকা । symphony B26 মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে। symphony B26 মোবাইলটিতে ৮০০ এম এ এইচ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। symphony B26 মোবাইলটিতে দুইটা সিম সাপোর্ট করবে এবং একটি মেমোরি সাপোর্ট করবে। symphony B26 মোবাইলটিতে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি ব্যবহার করা যাবে পাশাপাশি ব্লুটুথ, জিএফএম, এফএম সহ অন্যান্য মোবাইলের মত সকল প্রকার ফিচার পাওয়া যাবে। symphony B26 মোবাইলটিতে একটি চার্জার ও একটি ইয়ারফোন ফ্রিতে দেওয়া হয়।

Walton Olvio L29 মোবাইল দাম বাংলাদেশ – Walton Olvio L29 মোবাইল এর দাম হল ৭৬০ টাকা । Walton Olvio L29 মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে। Walton Olvio L29 মোবাইলটিতে ১০০০ এম এ এইচ লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Walton Olvio L29 মোবাইলটিতে দুইটা সিম সাপোর্ট করবে এবং একটি মেমোরি সাপোর্ট করবে।

Walton Olvio L29 মোবাইলটিতে সর্বোচ্চ ৩২ জিবি মেমোরি ব্যবহার করা যাবে পাশাপাশি ব্লুটুথ, জিএফএম, এফএম সহ অন্যান্য মোবাইলের মত সকল প্রকার ফিচার পাওয়া যাবে। Walton Olvio L29 মোবাইলটিতে একটি চার্জার ও একটি ইয়ারফোন ফ্রিতে দেওয়া হয়। আমার মনে হয় symphony মোবাইল না নিয়ে এই মোবাইলটি নেওয়া ভালো হবে কারণ এই মোবাইলটিতে ১০০০ এম এ এইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি চার্জিং ব্যাকআপ ভালো পাবেন।

৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪

আপনার যদি কোন জায়গাতে ৫০০ টাকাতে নতুন বাটন মোবাইল পেয়ে যান।সে ক্ষেত্রে বুঝে নেবেন সেই মোবাইলটি আসল না।সে মোবাইলটি একটি কপি মোবাইল।কারণ বর্তমান সময়ে কোন কোম্পানি ৫০০ টাকার মধ্যে মোবাইল তৈরি করছে না।আমরা অনেক সময় ফেসবুকে দেখে থাকি ৫০০ টাকার মধ্যে মোবাইল পাওয়া যায়।

আপনারা এ সকল মোবাইল নেওয়া থেকে বিরত থাকবেন।তবে আপনারা ৫০০ টাকার মধ্যে পুরনো বাটন মোবাইল নিতে পারেন।পুরনো বাটন মোবাইল নেওয়ার সময় একটু দেখে শুনে নেবেন।তাহলে অনেক ভালো চলবে আর যদি আপনারা চান তাহলে ৮০০ থেকে ১৫শ টাকার মধ্যে নতুন বাটন মোবাইল নিতে পারেন। সে সকল মোবাইল গুলো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে।

শেষ কথা ৫০০ টাকার বাটন মোবাইল

বন্ধুরা ৫০০ টাকা তে মোবাইল পাওয়া সম্ভব না এ কথাটি বলার জন্য আজকের আর্টিকেলটি লেখা হয়েছে।তবে আপনারা ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে মোবাইল নিতে পারেন।আমি আপনাদের পোস্ট এর ভেতরে বাটন মোবাইল পুরনো নেওয়ার কথা বলেছি।কিন্তু বন্ধুরা পুরাতন বাটন মোবাইল নেওয়ার আগে মোবাইলটি ভালোভাবে চেক করে নেবেন।আর যদি আপনারা পুরাতন বাটন মোবাইল নিয়ে লস করেন সে ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কোনোভাবে দায়ী থাকবে না। মোবাইল কেনার সময় মোবাইল ব্যান্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইলের আসল দাম দেখে নেবেন।বর্তমান সময়ে মোবাইলের দাম ওঠানামা করে।

Leave a Comment