Search
Close this search box.

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস

আমাদের একবিংশ শতাব্দীর এই যুগ হলো ডিজিটাল ট্রেন্ড-এর যুগ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যেকোন প্রয়োজনে মানুষ আজ অনলাইন নির্ভর। তাই এই যুগের হাওয়াকে কাজে লাগিয়ে IT Nogor-কে আপনার ব্যবসা প্রসার এর মাধ্যম হিসাবে ব্যবহার করে আপনিও পৌছাঁতে পারেন সফলতার শীর্ষে। 

IT Nogor এমন একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি যা আপনার মার্কেটিং আইডিয়াকে বাস্তব অভিজ্ঞাতে রূপান্তর করে। এবং আপনার ব্যবসাকে আপনার কাস্টমারের সাথে সরাসরিভাবে যুক্ত হতে সাহায্য করে।

IT Nogor এর বাজেট ফ্রেন্ডলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস প্যাকেজ সমূহ

বেসিক কেয়ার

২৯৯৯
  • 1 Social Media Account Included
  • 10 Posts Facebook or Instagram
  • 2 Video/Shorts Posting
  • Social Media Marketing Plan
ছোট কোম্পানি, পোর্টফোলিও এবং ফ্রিল্যান্স
সার্ভিস প্রোভাইডার-দের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি প্যাকেজ ।
Best

কেয়ার প্লাস

৩৯৯৯
  • 2 Social Media Account Included
  • 20 Posts Facebook or Instagram
  • 4 Video/Shorts Posting
  • Social Media Marketing Plan
মাঝারি আকারের কোম্পানি, উদ্যোক্তা এবং ই-কমার্স
বিজনেস এর জন্য আদর্শ একটি প্যাকেজ ।

আপনার ব্যবসার সফলতা নিশ্চিত করতে IT Nogor যেসব পদক্ষ্যেপ গ্রহন করে থাকে।

সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করা

প্রথমত, আমরা আপনার ব্যবসার জন্য রিসার্চ করে থাকি কারা আপনার সম্ভাব্য কাস্টমার। অতপর , আমরা সমাধান খুজেঁ বের করি কিভাবে এই সম্ভাব্য কাস্টমারকে একজন রেগুলার গ্রহকে রূপান্তর করতে পারি। 

IT Nogor, আপনার ওয়েব সাইটে আগত ভিজিটরদের গতিবিধি এবং তাদের চাহিদার গভীরভাবে পর্যালোচনা করে। এবং সেখান থেকে কিভাবে সেলস্ জেনারেট করা যায় তাই নিশ্চিত করে।

img-2

গ্রাহকের সাথে সুসম্পর্ক স্থাপন

গ্রহকের সাথে সঠিক সময়ে সঠিক সম্পর্ক স্থাপন করা যেকোন ব্যবসার মূলমন্ত্র। আমাদের মার্কেটিং এক্সপার্টরা বর্তমান গ্রহকদের আগ্রহের গতিবিধি পর্যালোচনা সেই অনুযায়ী বিজ্ঞাপন ক্যাম্পেইন ডিজাইন করে থাকে । তাতে করে গ্রাহকের কাছে আপনার ব্যবসার গ্রহনযোগ্যতার পাশাপাশি সুসম্পর্ক স্থাপিত হয়। 

Digital Marketing সম্পর্কে আপনার যত প্রশ্ন এবং তার উত্তর

ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়া যেমন, সার্চ ইন্জিন, সোস্যাল মিডিয়া, ওয়েব সাইট, ইমেইল ইত্যাদি ব্যবহার করে মার্কেটিং করার প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং বলে।

একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার তার কার্যকর কৌশলগুলো ব্যবহার করে তার প্রতিদন্ধিদের তুলনায় কম খরচে ব্র্যান্ডের প্রচার এবং বিক্রয় নিশ্চিত করে থাকে।

অবশ্যই, একবিশং শতাব্দির এই যুগে ডিজিটাল মার্কেটিংকে এড়িয়ে যাবার কোন উপায় নেই । যদিও বর্তমানে প্রায় সকল কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং-এর উপর বিশেষ গুরত্ব দিয়ে চলছে । তথাপি, ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে সার্বক্ষনিক ভিজিবিলিটি প্রদান করে থাকে।

ডিজিটাল মার্কেটিং ফানেল এমন একটি প্রক্রিয়া যা আমাদের Potential Returning Customer-এর সকল তথ্য সংগ্রহ করে থাকে । যাতে পরবর্তীতে তাদের কাছে খুব সহজেই আমাদের পন্যের উপস্থাপনা করতে পারি।

বর্তমানে সোস্যাল মিডিয়গুলো সকল ধরনের হালতথ্য প্রাপ্তির জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে । তাই আমরা একপ্রকার আমাদের অবচেতন মনে হলেও সোস্যাল মিডিয়াগুলোতে সক্রিয় থাকি । আর একারণেই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এর ভূমিকা অতুলনীয়।

Paid Digital Marketing-এর ক্ষেত্রে আপনি তাৎক্ষনিক রেজাল্ট পেয়ে থাকবেন । অন্যদিকে, ইমেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, সার্চ ইন্জিন অপটিমাইজেশন ইত্যাদির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

আরও কোন প্রশ্ন থাকলে অথবা ফ্রি কনসাল্টেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।