Search
Close this search box.

ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস

বর্তমান আধুনিক বিজনেসে সোশ্যাল মিডিয়াগুলোই প্রধান ভুমিকা পালন করে থাকে। এবং ফেসবুক তার মধ্যে প্রধান। এখন আর এটা অস্বীকার করার কোন উপায় নাই যে, ফেসবুক এখন আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে গেছে, এটার মাধ্যমে অনেকে উপকারিতা পাচ্ছে এটাও সত্যি কথা, তাই ফেসবুকের মাধ্যমে যারা বিক্রয় করতে চান তাদের জন্য উচিৎ হবে, ফেসবুকে কাজ করা ফেসবুকের মত করে, মানে হচ্ছে ফেবুকের নিয়ম বুঝে। আর “ইয়াপ্পোবিডি” আপনার হয়ে সেই কাজটায় করে থাকে। তাই প্রমোট, বুস্ট সহ যেকোন ধরনের ফেসবুক মার্কেটিং সার্ভিস এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

IT Nogor এর বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস প্যাকেজ সমূহ

বেসিক পেজ

২৯৯৯
  • ফুল পেজ সেটিং সেটাপ
  • Professional Quality Profile Photo
  • Professional Quality FB Cover
  • Call To Action Button
  • বুস্টিং চার্জ ফ্রি ১ টা বুস্ট এর
  • 1000 Page Like

আমাদের প্রি-বুস্টিং অ্যাড ম্যাটেরিয়ালস এর আওতাই কোন প্রকার ভ্যাট বা হিডেন চার্জ অন্তর্ভুক্ত নাই। এবং ফেসবুক অ্যাডের খরচ এর সাথে কোন সম্পৃক্ততা নেই।

Best

বিজনেস পেজ

৩৯৯৯
  • ফুল পেজ সেটিং সেটাপ
  • Professional Quality Profile Photo
  • Professional Quality FB Cover
  • Call To Action Button
  • বুস্টিং চার্জ ফ্রি ৩ টা বুস্ট এর
  • ৩০০০ Page Like

আমাদের প্রি-বুস্টিং অ্যাড ম্যাটেরিয়ালস এর আওতাই কোন প্রকার ভ্যাট বা হিডেন চার্জ অন্তর্ভুক্ত নাই। এবং ফেসবুক অ্যাডের খরচ এর সাথে কোন সম্পৃক্ততা নেই।

IT Nogor-এর ফেসবুক বিজ্ঞাপন প্রাইসিং কনসেপ্ট

সার্ভিস চার্জঃ

প্রথমেই আসি সার্ভিস চার্জে, কারণ আমাদের চার্জ অন্য অনেক কোম্পানি বা এজেন্সির তুলনায় আপনার কাছে সঙ্গত কারণেই বেশি মনে হতে পারে। আমরা প্রতি বুস্টে সাধারণত ৩৫০ টাকা করে চার্জ করি (জানুয়ারি-২০২৪)। তবে আপনার পেইজ কোয়ালিটি, ব্যবসায়ের ধরণ, বাজেট, আপনার পোস্টের কোয়ালিটি, এবং আপনার Understanding এর উপর ভিত্তি করে তা অল্প কিছু কম হতে পারে।

সর্বনিম্ন কত খরচে অ্যাড দিতে পারবেন?

আমাদের কাছ থেকে অ্যাড বা বুস্টিং সার্ভিস নিতে হলে আপনাকে সর্বনিম্ন ১০ মার্কিন ডলার (10 USD) খরচ করতে হবে। অর্থাৎ হিসাবটা এমন হবে ১০×১৫৫= ১,৫৫০/- টাকা (বাংলাদেশী টাকায়) 

সাথে বুস্টিং চার্জ ৩৫০/- টাকা যোগ হবে

কেন আমাদের চার্জ বেশি?

আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করে ফেসবুক ক্যাম্পেইন করি। সেক্ষেত্রে সবার জন্য খরচ প্রতি ডলারে প্রায় ১২২ টাকা। এটা আপনি নিজে করলেও একই পড়বে। হিসাব টা দেখে নিন- ডলার রেট স্বাভাবিকভাবে ১২০ থেকে ১২৫ টাকা থাকে (জানুয়ারি-২০২৪), এর সাথে ১৫% ভ্যাট যেটা এড়ানোর কোন উপায় নেই। যার কারণে এখানেই প্রায় ১৩৮/- টাকার হিসাব চলে আসে।

আমরা যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে বিজ্ঞাপনের কাজ করছি সেখানে আমাদের ক্যাম্পেইন পরিচালনার জন্য খরচ এবং লাভের জন্য একটা চার্জ যুক্ত হবেই, এটাই স্বাভাবিক।

কেমন রেসপন্স পাবেন? কত লাইক পাবেন?

আমরা অত্যন্ত দুঃখিত যে, এই ব্যাপারে আমরা কোন নিশ্চয়তা দিতে পারি না। এটা তখনই সম্ভব যদি মার্কেটারের মূল লক্ষ্য উদ্দেশ্য হয় শুধুমাত্র একটা সংখ্যা। আমরা আপনার পেইজের অবস্থা, আপনার প্রোডাক্ট, তার দাম এইগুলা বিবেচনা করে আপনার জন্য টার্গেট অডিয়েন্স সেট করে এ্যাড রেডি করি। এক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয় ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেম এবং তাদের এ্যালগরিদমের উপর যা প্রতিদিন বিভিন্ন কারণে বিভিন্ন আঙ্গিকে কয়েক হাজার বার পরিবর্তিত হতে পারে। তাই আমরা সেটা নিশ্চিত করতে পারি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করি, যেন আপনি ভালো ফিডব্যাক পান। কারণ আমরা চাই আমাদের ভালো সার্ভিস এর কারণে আপনি আবার আমাদের সার্ভিস গ্রহণ করেন।

পেইজ প্রমোট বা বুস্ট করলে সেল হবে?

মার্কেটিং আর সেলস। এই দুইটা একে অপরের পরিপূরক। তবে এদের মধ্যে ব্যবধান অনেক। ফেসবুক প্রমোশনে আপনি শুধু মার্কেটিং করছেন। সেলস কিন্তু শুধু মার্কেটিং ছাড়াও আরো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- আপনার প্রোডাক্ট কতোটা আকর্ষণীয়, তার দাম কেমন, অন্য পেইজে তা কেমন দামে সেল হয়, আপনার পেইজের কোয়ালিটি, আপনার নিজের ফেইস ভ্যালু, আপনার বা আপনার ব্যবসায়ের উপর মানুষের আস্থা, আপনার পেইজের অন্যান্য পোস্ট, আপনার কাস্টমার ডিল করার দক্ষতা (মানে আপনার সেলস স্কিল), ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি এই ব্যাপারে আমাদের থেকে ফ্রি কনসালটেশন নিতে পারেন।

আশা করি আপনি সবকিছু বুঝেছেন। আপনি আমাদের সার্ভিস নিতে প্রস্তুত।

প্রথমে নিজের পেইজের উপস্থাপনার দিকে একটু লক্ষ্য করুন। আপনার পেইজের লোগো, কাভার, পেইজের About, Description, যোগাযোগের মাধ্যম ইত্যাদি ঠিক আছে কি’না। আপনি যখনই সিদ্ধান্ত নিয়েছেন টাকা খরচ করে ফেসবুকে মার্কেটিং করবেন তখনই আপনার উল্লেখিত ব্যাপারগুলো প্রফেশনাল হওয়া অত্যন্ত জরুরী। আমাদের Pre-Boosting Ad Materials প্যাকেজে এই বেসিক বিষয়গুলো নিয়ে সার্ভিস দেয়া হয়। যেখানে নতুন উদ্যোক্তা হিসেবে আপনি অনেক কম খরচে প্রফেশনাল লোগো, কাভার ফটো এবং ডেসক্রিপশন তৈরি করিয়ে নিতে পারবেন।

কেন লোগো বা কাভার প্রফেশনাল মানের হওয়া জরুরী?

এটা আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে পেইজের ফার্স্ট ইমপ্রেশন। এ দেখেই অডিয়েন্স জাজ করবে আপনার পণ্যের কোয়ালিটি কি, আপনার সার্ভিস কেমন হতে পারে, এবং আপনি কতোটা প্রফেশনাল। তাছাড়া এই খরচটা এককালীন। একবার করলেই হবে। যা আপনার প্রতিবার প্রমোট বা বুস্টকে পরোক্ষভাবে সাপোর্ট করেই যাবে।

আপনার বিগত মার্কেটিং এর অভিজ্ঞতা জানান।

উপরে উল্লেখিত সবগুলো বিষয় এর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন, তাহলে আশা করা যায় আপনি আমাদের দিয়েই ফেসবুক পেইজের প্রমোশন বা পোস্ট বুস্ট করাবেন। সেক্ষেত্রে দয়া করে আমাদের নিচের বিষয়গুলো জানাবেনঃ

  1. আপনার সর্বশেষ এ্যাডের রিচ কি আশানুরুপ ছিলো নাকি কমে গিয়েছিলো?

  2. গত ৬ মাসের মধ্যে কি Coupons/PayPal ব্যবহার করে কোন এ্যাড রান করেছিলেন?

  3. গত ৬ মাসের মধ্যে কি কোন এজেন্সী কে দিয়ে ১২০/- টাকা বা তার কমে প্রতি ডলারের নিচে খরচ দিয়ে কোন এ্যাড রান করিয়েছলেন?

  4.  বিগত অ্যাডের খরচ এবং সেলস রেশিও এর ভিত্তিতে আপনি কি লাভবান হ্যা/না।

এবার তাহলে শুরু করা যাক!

প্রথমেই আপনাকে সুন্দর ছবি দিয়ে একটা পোস্ট রেডি করতে হবে। ছবির সাইজ ন্যূনতম ১০৮০ x ১০৮০ বা ১২০০ x ৬২৮ রেজুলেশনের হতে হবে। ছবি রিয়েল হলে ভালো হয়, ক্যাটালগের ছবি দিতে চাইলে সফট কপি যোগাড় করে নিন। গুগল করে বা অন্য পেইজ থেকে ছবি নিবেন না। পোস্টের জন্য ২৫ অক্ষরের মধ্যে একটা টাইটেল, ৯০ অক্ষরের মধ্যে একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশন সর্বোচ্চ ২৫০ অক্ষর পর্যন্ত হতে পারে। আর যদি আপনি করেন এসব কোন ধরনের ঝামেলাই পোহাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের Pre-Boosting Ad Materials প্যাকেজ থেকে আপনার প্রয়োজন অনুসারে যেকোন একটি পছন্দ  করতে পারেন।

ফেসবুক পেজ ম্যানেজমেন্ট ও বুস্ট সম্পর্কে আপনার যত প্রশ্ন এবং তার উত্তর

ফেসবুক অ্যাডভার্টাইজিং সাধারণত পিপিসি রুলস অনুসরন করে চলে। ফেসবুকে অ্যাড প্রদর্শীত হবার পর আপনার অ্যাডে প্রতি ক্লিক প্রতি চার্জ করা হয়ে থাকে।

ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করার প্রথম ধাঁপ হলো আপনার একটি ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হবে।

বর্তমানে যেকোন ধরনের ব্যবসার প্রচার ও প্রসার ফেসবুক অ্যাড ছাড়া ভাবা প্রায় অসম্ভব। তাই ফেসবুক অ্যাডভার্টাইজিং হলো এমনি একটি বিজনেস স্ট্রাটেজি যা ছাড়া ব্যবসার সফলতা ভাবা কঠিন।

আপনার পণ্য/সেবার মান এবং সিলেকশন যদি ঠিকঠাক থাবে এবং কাস্টমারের কাইটেরিয়াগুলো ম্যাচ করে তাহলে তৎক্ষণাৎ আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সুফলতা পেয়ে থাকবেন।

ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্যানার ডিজাইন থেকে শুরু করে অডিয়েন্স সিলেকশন পর্যন্ত প্রায় প্রতিটি ধাঁপে আলাদা আলাদা দক্ষতার প্রয়োজন।

ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো ফেসবুক অ্যাড রুলস্ ভায়োলেশন না করা।

আরও কোন প্রশ্ন থাকলে অথবা ফ্রি কনসাল্টেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।