সার্ভিস চার্জঃ
প্রথমেই আসি সার্ভিস চার্জে, কারণ আমাদের চার্জ অন্য অনেক কোম্পানি বা এজেন্সির তুলনায় আপনার কাছে সঙ্গত কারণেই বেশি মনে হতে পারে। আমরা প্রতি বুস্টে সাধারণত ৩৫০ টাকা করে চার্জ করি (জানুয়ারি-২০২৪)। তবে আপনার পেইজ কোয়ালিটি, ব্যবসায়ের ধরণ, বাজেট, আপনার পোস্টের কোয়ালিটি, এবং আপনার Understanding এর উপর ভিত্তি করে তা অল্প কিছু কম হতে পারে।
সর্বনিম্ন কত খরচে অ্যাড দিতে পারবেন?
আমাদের কাছ থেকে অ্যাড বা বুস্টিং সার্ভিস নিতে হলে আপনাকে সর্বনিম্ন ১০ মার্কিন ডলার (10 USD) খরচ করতে হবে। অর্থাৎ হিসাবটা এমন হবে ১০×১৫৫= ১,৫৫০/- টাকা (বাংলাদেশী টাকায়)
সাথে বুস্টিং চার্জ ৩৫০/- টাকা যোগ হবে
কেন আমাদের চার্জ বেশি?
আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করে ফেসবুক ক্যাম্পেইন করি। সেক্ষেত্রে সবার জন্য খরচ প্রতি ডলারে প্রায় ১২২ টাকা। এটা আপনি নিজে করলেও একই পড়বে। হিসাব টা দেখে নিন- ডলার রেট স্বাভাবিকভাবে ১২০ থেকে ১২৫ টাকা থাকে (জানুয়ারি-২০২৪), এর সাথে ১৫% ভ্যাট যেটা এড়ানোর কোন উপায় নেই। যার কারণে এখানেই প্রায় ১৩৮/- টাকার হিসাব চলে আসে।
আমরা যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে বিজ্ঞাপনের কাজ করছি সেখানে আমাদের ক্যাম্পেইন পরিচালনার জন্য খরচ এবং লাভের জন্য একটা চার্জ যুক্ত হবেই, এটাই স্বাভাবিক।
কেমন রেসপন্স পাবেন? কত লাইক পাবেন?
আমরা অত্যন্ত দুঃখিত যে, এই ব্যাপারে আমরা কোন নিশ্চয়তা দিতে পারি না। এটা তখনই সম্ভব যদি মার্কেটারের মূল লক্ষ্য উদ্দেশ্য হয় শুধুমাত্র একটা সংখ্যা। আমরা আপনার পেইজের অবস্থা, আপনার প্রোডাক্ট, তার দাম এইগুলা বিবেচনা করে আপনার জন্য টার্গেট অডিয়েন্স সেট করে এ্যাড রেডি করি। এক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয় ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেম এবং তাদের এ্যালগরিদমের উপর যা প্রতিদিন বিভিন্ন কারণে বিভিন্ন আঙ্গিকে কয়েক হাজার বার পরিবর্তিত হতে পারে। তাই আমরা সেটা নিশ্চিত করতে পারি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করি, যেন আপনি ভালো ফিডব্যাক পান। কারণ আমরা চাই আমাদের ভালো সার্ভিস এর কারণে আপনি আবার আমাদের সার্ভিস গ্রহণ করেন।
পেইজ প্রমোট বা বুস্ট করলে সেল হবে?
মার্কেটিং আর সেলস। এই দুইটা একে অপরের পরিপূরক। তবে এদের মধ্যে ব্যবধান অনেক। ফেসবুক প্রমোশনে আপনি শুধু মার্কেটিং করছেন। সেলস কিন্তু শুধু মার্কেটিং ছাড়াও আরো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- আপনার প্রোডাক্ট কতোটা আকর্ষণীয়, তার দাম কেমন, অন্য পেইজে তা কেমন দামে সেল হয়, আপনার পেইজের কোয়ালিটি, আপনার নিজের ফেইস ভ্যালু, আপনার বা আপনার ব্যবসায়ের উপর মানুষের আস্থা, আপনার পেইজের অন্যান্য পোস্ট, আপনার কাস্টমার ডিল করার দক্ষতা (মানে আপনার সেলস স্কিল), ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি এই ব্যাপারে আমাদের থেকে ফ্রি কনসালটেশন নিতে পারেন।
আশা করি আপনি সবকিছু বুঝেছেন। আপনি আমাদের সার্ভিস নিতে প্রস্তুত।
প্রথমে নিজের পেইজের উপস্থাপনার দিকে একটু লক্ষ্য করুন। আপনার পেইজের লোগো, কাভার, পেইজের About, Description, যোগাযোগের মাধ্যম ইত্যাদি ঠিক আছে কি’না। আপনি যখনই সিদ্ধান্ত নিয়েছেন টাকা খরচ করে ফেসবুকে মার্কেটিং করবেন তখনই আপনার উল্লেখিত ব্যাপারগুলো প্রফেশনাল হওয়া অত্যন্ত জরুরী। আমাদের Pre-Boosting Ad Materials প্যাকেজে এই বেসিক বিষয়গুলো নিয়ে সার্ভিস দেয়া হয়। যেখানে নতুন উদ্যোক্তা হিসেবে আপনি অনেক কম খরচে প্রফেশনাল লোগো, কাভার ফটো এবং ডেসক্রিপশন তৈরি করিয়ে নিতে পারবেন।
কেন লোগো বা কাভার প্রফেশনাল মানের হওয়া জরুরী?
এটা আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে পেইজের ফার্স্ট ইমপ্রেশন। এ দেখেই অডিয়েন্স জাজ করবে আপনার পণ্যের কোয়ালিটি কি, আপনার সার্ভিস কেমন হতে পারে, এবং আপনি কতোটা প্রফেশনাল। তাছাড়া এই খরচটা এককালীন। একবার করলেই হবে। যা আপনার প্রতিবার প্রমোট বা বুস্টকে পরোক্ষভাবে সাপোর্ট করেই যাবে।
আপনার বিগত মার্কেটিং এর অভিজ্ঞতা জানান।
উপরে উল্লেখিত সবগুলো বিষয় এর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন, তাহলে আশা করা যায় আপনি আমাদের দিয়েই ফেসবুক পেইজের প্রমোশন বা পোস্ট বুস্ট করাবেন। সেক্ষেত্রে দয়া করে আমাদের নিচের বিষয়গুলো জানাবেনঃ
আপনার সর্বশেষ এ্যাডের রিচ কি আশানুরুপ ছিলো নাকি কমে গিয়েছিলো?
গত ৬ মাসের মধ্যে কি Coupons/PayPal ব্যবহার করে কোন এ্যাড রান করেছিলেন?
গত ৬ মাসের মধ্যে কি কোন এজেন্সী কে দিয়ে ১২০/- টাকা বা তার কমে প্রতি ডলারের নিচে খরচ দিয়ে কোন এ্যাড রান করিয়েছলেন?
বিগত অ্যাডের খরচ এবং সেলস রেশিও এর ভিত্তিতে আপনি কি লাভবান হ্যা/না।